শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

চলে যেতে চাও?- সমৃক চক্রবর্তী

চলে যেতে চাও?

চলে যেতে চাও? আপত্তি নেই, 

কিন্তু যাওয়ার পথের বাঁকে একবার ঘুরে তাকিও,

দেখবে তাসের ঘর ভেঙে পরছে অগচরে।


চলে যেতে চাও? আপত্তি নেই।  

জানবে তুমি গেলেও বসন্ত আসবে,

আবির খেলা হবে, রং মাখবে তুমি, রং মাখবো আমি।

কিন্তু নৈকট্য আগের মতন আর থাকবে না।


চলে যেতে চাও? আপত্তি নেই।

তুমি চলে গেলেও বরষার বিকেলে বারান্দায় চা খাওয়া হবে।

কিন্তু পেয়ালা থাকবে একটাই।


চলে যেতে চাও? আপত্তি নেই।

গঙ্গার ধারে আবারও সন্ধ্যা নামবে।

ডিঙি বেয়ে ঘরে ফিরবে জেলেরা। 


রাত পেরিয়ে আবার সকাল আসবে। 

সব কিছু আবার আগের মত হবে।

কিচ্ছুটি বদলাবে না। কিচ্ছুটি।


তবুও যদি চলে যেতে চাও..... আপত্তি নেই।

©সমৃক চক্রবর্তী

পাঠ: বিনোদিনী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাহর- শাহরিয়ার খান শিহাব

#পাঠপ্রতিক্রিয়া: "বড় হুজুর বলেন, 'শয়তান কাউকে নিজের দলে আসতে বাধ্য করে না। করতে পারেও না, সেই ক্ষমতাও তার নাই। সে শুধু আহবান করে, ফ...