সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

মুক্ত বাতাসের খোঁজে

পাঠ প্রতিক্রিয়া:

মুক্ত বাতাসের খোঁজে
মূল- লস্ট মডেস্টি

আমরা খুব অসুস্থ সমাজে ইতোমধ্যেই আছি আর সন্তানদের জন্যে অজান্তেই, আরও জঘন্য সমাজ তৈরী করে যাচ্ছি প্রতিনিয়ত।

"পর্ণ আ্যডিকশন" মূলত সাবজেক্ট। বইতে উল্লেখিত রেফারেন্সগুলো রীতিমতোন কাঁপিয়ে দেয় ভয়ে। পর্ন সাইট ঘাঁটে, এমন প্রতি ১০ জনের মধ্যে ১ জনের বয়স দশ বছরের নিচে! এর বেশি বোঝার আর কিছু লাগে না।


শুধুমাত্র মাদ্রাসা কেন্দ্রীক শিক্ষাব্যবস্থা জড়পদার্থ প্রোডিউস করে বলছি কিন্তু সাধারণ বোর্ডের, ইংলিশ মিডিয়াম আ্যন্ড অল কী তৈরী করে চলছে তা খুব ঠান্ডা মাথায় ভাববার এখনই সময়। যদিও অনেক দেরী হয়েই গিয়েছে।

আমরা সমাজ নোংরা হবার ফ্যাক্টরগুলো জানি কিন্তু সন্তর্পণে তা এড়িয়ে কাঠগড়ায় দাঁড় করাই যারা এর শিকার!

বইটি লস্ট মডেস্টি প্রোজেক্টের। ফ্রি পিডিএফ এ্যাভেইলেবেল। বই পড়া ধৈর্য্যে না কুলালে অন্তত রেফারেন্সগুলোতে চোখ বুলালেও আশা করি ভয়াবহতা টের পাওয়া যাবে।





#সাহিত্যানুশীলন
****************
বই: মুক্ত বাতাসের খোঁজে
লস্ট মডেস্টি Lost Modesty
প্রকাশনা: ইলমহাউস পাবলিকেশন
Goodreads rating: 5/5
পৃষ্ঠা : ২২৭
*****************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাহর- শাহরিয়ার খান শিহাব

#পাঠপ্রতিক্রিয়া: "বড় হুজুর বলেন, 'শয়তান কাউকে নিজের দলে আসতে বাধ্য করে না। করতে পারেও না, সেই ক্ষমতাও তার নাই। সে শুধু আহবান করে, ফ...