পাঠ প্রতিক্রিয়া:
কিন্তু বেশি কথা বলা হয়ত একটু উনার স্টাইল, যা না আ্যড করলেও হয়। মনে হয় পরিসর ইচ্ছাকৃতভাবে টেনে বাড়ানো হচ্ছে। "ব্ল্যাকবুদ্ধা" পড়ে তাই মনে হয়েছিল।
এই ডার্ক ওয়েব, বিশেষ করে "ওকাল্ট" টাইপস উপাদান বাংলাদেশের লেখকদের কলমে উঠে আসাটা বহু ক্রাইম থ্রিলার প্রেমীদের এক প্রকার স্বপ্নপূরণ। যদিও এর সাথে বিরাট দায়িত্ব কাঁধে পরে। কেননা এই ধাঁচের এক্সপেরিমেন্ট অনেক সময়ই আবেদন হারায় যদি ঠিক পেইস মেইনটেইন না করা হয়। এই ক্ষেত্রে এই লেখকের উপর আস্থা আছে, কেননা লেখার পাশাপাশি প্রচুর পড়ার অভ্যাস উনার। যা প্রশংসনীয় একবাক্যে।
"প্রফেসর জ্যাক" কে এই গল্পের মাধ্যমে চেনা। "শব্দজাল" পড়া হয়নি।
পরিশেষে,
উত্তেজনাপূর্ন পাঠ্য, সুখপাঠ্য।
পরিশেষে,
উত্তেজনাপূর্ন পাঠ্য, সুখপাঠ্য।
#সাহিত্যানুশীলন
*************
বই: বিখন্ডিত
লেখক: রবিন জামান খান
প্রকাশনা: নালন্দা
পৃষ্ঠা :৩৬৮
Goodreads rating: 4/5
*************
বই: বিখন্ডিত
লেখক: রবিন জামান খান
প্রকাশনা: নালন্দা
পৃষ্ঠা :৩৬৮
Goodreads rating: 4/5
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন