শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

ভালবাসার যত রূপ...।।

ভালবাসার যত রূপ...।।
সাহিত্য (আবদুল্লাহ আল মামুন)



আজোও বুঝিনি - ভালোবাসা কি!
এখন হয়ত বুঝি।

ভালোবাসা মানে, প্রিয় মানুষের ভালোলাগাগুলো.. আনমনে ভালো লাগা।
তার ভালোলাগার কাজগুলো করা।

তার চোখে চোখ রেখে, আমার জন্যে তার
হৃদয়ের গভীরতা অনুভব করা।

ভালোবাসা মানে - মনের মানুষকে সবসময়
কাছে পাবার নি:শব্দ কামনা।
কাছে পেলে... কাঙ্খিত মুহুর্তটাকে স্মরনীয় করে রাখা।
আর না পেলে??

না পেলে... নি:সঙ্গ মুহুর্তের মধ্য দিয়ে.... তার অভাব, মর্ম, কদর অনুধাবন করা।
তার জন্যে অনেক অনেক
শুভকামনা করা।

ভালোবাসা মানে- একলা ঘরে আমাকে দেয়া প্রিয় মানুষটার মূল্যবান উপহারগুলোতে হাত বুলানো।
তার ব্যবহৃত জিনিষগুলোর দিকে তাকিয়ে,
তাকে অনুভব করা।
আর তার আবেশে তাকে যেমন দেখতে...
তা কল্পনায় নিরুপন করা।

ভালোবাসা মানে- চলন্ত বাসে পাশের ফাঁকা সিটটাতে...
প্রিয় মানুষের স্পর্শ অনুভব করা।
ভালোলাগার আবেশে অনেক দূরের যাত্রাও..
কাছের মনে হওয়া।
ক্লাসে...!!!
ক্লাসে পাশের ফাঁকা বেঞ্চটাতেও তার উপস্থিতি অনুভব করে,
তার দিকে তাকিয়ে থাকা।
আর রিক্সায় পাশাপাশি বসে, তার ঘ্রাণে মেতে থাকা।

ভালোবাসা মানে- খাবার সামনে নিয়ে হঠাৎই স্তব্ধ হয়ে যাওয়া।
প্রিয় মানুষটা খেল কি না!!! তা জানার জন্যে নিজের মনের সাথেই কথা বলা।
এক টেবিলে বসে, এক সাথে খাবার ইচ্ছে জাগা।


ভালোবাসা মানে- অবসরে প্রিয়জনের কন্ঠের মধুরতা, আর কথার মিষ্ঠতা স্মরণ করা।
শত ব্যস্ততার মাঝেও..
তার মিষ্টি মুখের মিষ্টি হাসি হঠাৎই মনে পড়ে
স...ব গ্লানি মুছে যাওয়া।


আমায় বিশ্বাস কর, মন থেকে বলছি-
তোমায় নিয়ে আমার অনুভূতিগুলোর সম্পর্কে,
আমি এক চুলও মিথ্যে বলিনি।

শুধু পাওয়া মানে ভালোবাসা কিনা, কিংবা
না পাওয়ার মাঝেই ভালোবাসার মর্মার্থ নিহিত কি না, তা আমি জানি না।
ওসব জানতেও চাই না।

আমি বিশ্বাস করি-
ভালোবাসা থাকে হৃদয়ের অন্তরালে,
মনের সাথে এক অবিচ্ছেদ্য বন্ধনে বাঁধা।


জেনে রেখো............
সে বন্ধন যদি সত্য হয়!
তবে সারা পৃথিবী আমাদের বিপক্ষে গেলেও, মিলবো দুজনে স্রষ্ঠার অসীম কৃপায়।

তাই ভালোবাসা মানে,
নিজের সর্বস্ব দিয়ে মনের মানুষটিকে জয় করা।
আর এর চুড়ান্ত পরিনতি, তাকে অর্জন করা।

হোক সে অর্জন,
ইহোলোক বা পরোলোকের...
অনন্ত মহালগ্নে......!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সাহর- শাহরিয়ার খান শিহাব

#পাঠপ্রতিক্রিয়া: "বড় হুজুর বলেন, 'শয়তান কাউকে নিজের দলে আসতে বাধ্য করে না। করতে পারেও না, সেই ক্ষমতাও তার নাই। সে শুধু আহবান করে, ফ...