ফিরে আসিস আবার যদি পারিস
তোর সাথে আবার দেখা হবে এই আশায় কেটে গেল অনেকটা কাল।
তোর সাথে আবার দেখা হলে
বলে দিবো সব হারানোর কথা ,
ফিরিয়ে নেবো সেই ভুলে ভরা ওয়াদা,
বলে দেবো সব না বলা কষ্ট
ভাংগা গড়ার বেদনা গাঁথা
শুনিয়ে দেব বুকের মধ্যে লুকিয়ে রাখা স্বপ্ন কথা,
তোর সাথে দেখা হলেই হয়ে যাব সেই বাইশ ছেরে তেইশে পরা ফরিং ,
কল্পনার নদ না
সত্যিকারের বালুর পথ,
লাল হলুদ নীলচে শাড়ির রং,
আর শান্ত ধোয়াটা মেঘজাল
আমরা হাটবো ওই সেই নদীর পার।
চুকিয়ে দেবো সব দেনা
চেয়ে নিবো আমার পাওনা
ভোরের কুয়াশা , দুপুর এর তাপ ,
বিকেলে হলদেটে রোঁদ,
সন্ধে বেলার আকাশ আর
শেষ সীমন্তে আঁকা ময়ূরকন্ঠি নীলরং ,
আবার নতুন করে ছুঁয়ে নেবো সব
তোর হাতে রেখে হাত ।
তোর সাথে দেখা হবে আবার ,এই আশায় কাটিয়ে দিবো আরো অনেকটা কাল
ফিরে আসিস আবার যদি পারিস
তোর সাথে দেখা হবে আবার ,
এই আশায় কেটে যাচ্ছে অনন্তকাল
তোর সাথে আবার দেখা হবে এই আশায় কেটে গেল অনেকটা কাল।
তোর সাথে আবার দেখা হলে
বলে দিবো সব হারানোর কথা ,
ফিরিয়ে নেবো সেই ভুলে ভরা ওয়াদা,
বলে দেবো সব না বলা কষ্ট
ভাংগা গড়ার বেদনা গাঁথা
শুনিয়ে দেব বুকের মধ্যে লুকিয়ে রাখা স্বপ্ন কথা,
তোর সাথে দেখা হলেই হয়ে যাব সেই বাইশ ছেরে তেইশে পরা ফরিং ,
কল্পনার নদ না
সত্যিকারের বালুর পথ,
লাল হলুদ নীলচে শাড়ির রং,
আর শান্ত ধোয়াটা মেঘজাল
আমরা হাটবো ওই সেই নদীর পার।
চুকিয়ে দেবো সব দেনা
চেয়ে নিবো আমার পাওনা
ভোরের কুয়াশা , দুপুর এর তাপ ,
বিকেলে হলদেটে রোঁদ,
সন্ধে বেলার আকাশ আর
শেষ সীমন্তে আঁকা ময়ূরকন্ঠি নীলরং ,
আবার নতুন করে ছুঁয়ে নেবো সব
তোর হাতে রেখে হাত ।
তোর সাথে দেখা হবে আবার ,এই আশায় কাটিয়ে দিবো আরো অনেকটা কাল
ফিরে আসিস আবার যদি পারিস
তোর সাথে দেখা হবে আবার ,
এই আশায় কেটে যাচ্ছে অনন্তকাল