মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

সাহর- শাহরিয়ার খান শিহাব

#পাঠপ্রতিক্রিয়া:

"বড় হুজুর বলেন, 'শয়তান কাউকে নিজের দলে আসতে বাধ্য করে না। করতে পারেও না, সেই ক্ষমতাও তার নাই। সে শুধু আহবান করে, ফুস-মন্ত্র দেয়, ওয়াসওয়াসা দেয় আর তাতেই যারা সাড়া দেয় তারা বিপথে যায়'।"

এই লেখা টুকু পড়েই মূলত "সাহর" পড়া এবং ভাল লাগা। লুতুপুতু, মাখো মাখো প্রেম কাহিনী যেমন টানে না, ঠিক তেমনই হালুম হুলুম হরর স্টোরিতে আরও মেজাজ বিগ্‌ড়ায়। লেখক খুব চমৎকার ভঙ্গিতে কাহিনী গুলো এগিয়ে নিয়ে গিয়েছেন, প্রথমে ভেবেছি এই বুঝি কানেক্ট করবেন, কিন্তু প্রতিটি ঘটনার প্রেক্ষাপট গুলোর দ্বারা মূলত অপশক্তির বিভিন্নরুপ তুলে ধরবার প্রয়াস।

ন্যারেটর "আকবর ফিদা"র বর্ণনায়, প্রোটাগনিস্ট বড় হুজুরের বয়ানে বিভীষিকাময় কাহিনীগুলোর রুপায়ন চমৎকারভাবেই অঙ্কিত। বোঝা যায়, ঘেঁটে লেখা। প্রশ্ন আসে, আমি কি বিশ্বাস করি এতে? উত্তর, হ্যাঁ করি। অন্যথায় আমার বিশ্বাসের গোড়াতেই গলদ হয়ে যাবে, যেহেতু বলা হয়েছে,

"ওয়ামা-খালাকতুল জিন্না ওয়াল ইনছা ইল্লা-লিইয়া'বুদূন।"- অর্থাৎ, আমি জ্বিন ও ইনসানকে কেবল আমার ইবাদতের জন্যে সৃষ্টি করেছি। (সুরা আয-যারিয়াত, ৫৬ নং আয়াত)

"যা দেখিনি তা বিশ্বাস করি না" এই মতবাদে আমি বিশ্বাসী নই। এতে জানার মাত্রা খুব সংকীর্ণ হয়ে যায়।

"সাহর" মানে কি?
নিজের উপর নিয়ন্ত্রণ না পাওয়া, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা, সাময়িকভাবে বিভ্রমে পতিত হওয়া। বইটি "ইফরিত" দিয়ে শুরু, "মারেদ" দ্বারা সমাপ্তি। আর সমাপ্তির রেখা টানার ভার লেখক সন্তর্পণে পাঠকদের উপরই ছেড়ে দিয়েছে। নিজ থেকেই জানতে চেয়েছি, ২য় পর্ব আসবে কি না! দেখা যাক!

বই থেকে.....

"প্রাচীন বিশ্বদর্শনে সবকিছুর শক্তি তার উৎপত্তিতে থাকে। তাই কোন বস্তু, প্রাণী কিংবা উদ্ভিদের উৎপত্তি জানা তাদের উপর একটি জাদুকরী ক্ষমতা অর্জনের সমতূল্য বলে বলা হয়ে থাকে। যেভাবে কোন কিছু তৈরি করা হয় তা সেই জিনিষটির প্রকৃতি। প্রকৃত বা উৎপত্তির উপর নিয়ন্ত্রণ লাভ করা গেলে, সম্পূর্ণর উপর নিয়ন্ত্রণ লাভ করা সম্ভব হয়। "

জ্বিন সম্পর্কিত বই পড়ার ইচ্ছে থাকলে এটাকে লিস্টে রাখা যায়।

##সাহিত্যানুশীলন 
-------------------------------------------------------------------------------

বই: সাহর
লেখক: শাহরিয়ার খান শিহাব
প্রকাশক: আফসার ব্রাদার্স
পৃষ্ঠা: ১৩৪
Goodreads rating: 4/5

সাহর- শাহরিয়ার খান শিহাব

#পাঠপ্রতিক্রিয়া: "বড় হুজুর বলেন, 'শয়তান কাউকে নিজের দলে আসতে বাধ্য করে না। করতে পারেও না, সেই ক্ষমতাও তার নাই। সে শুধু আহবান করে, ফ...