রবিবার, ২৩ মে, ২০২১

ক্রিটিক্যাল চিন্তাধারার দ্বিচারিতা!

ক্রিটিকাল চিন্তা খারাপ নয়, কিন্তু কথা হচ্ছে একটা মোরাল স্যান্টার্ডাড গ্রাউন্ড থাকে, যেখান থেকে আমরা সত্য বা মিথ্যা আখ্যায়িত করি। আর যাদের সেই মোরাল সান্টাড নাই তারাই সেই হঠাত বিস্ফোরণের ফসল, অ্যাকসিডেন্টাল এক্সিসটেন্ট যাকে বলে! বুদ্ধিমত্তা চর্চার ধারনা থেকে আমরা কখনো কখনো বিভিন্ন ন্যারেটিভে কোন একটা ঘটনাকে বিচার করি, যেমন কেউ কাউকে খুন করলে, কেন করল, ব্যাকগ্রাউন্ড কি, মেন্টাল স্টেট কেমন ছিল আরও হেনা তেনা। তারপর বিভিন্নভাবে যাস্টিফাই করি। 

আমরা ইসরায়েলর অন্যায়কে যাস্টিফাই করছি। আমরা বলি, তাদের রাইট আছে ডিফেন্ড করার। গাধার মতন কথা। বিচার করি না, কাদের কাছ থেকে তারা নিজেদের ডিফেন্ড করছে, প্রতিপক্ষ কি শক্তিমত্তায় তাদের সমান? ইসরায়েল যায়নিস্টরা উড়ে এসে জুড়ে বসা। এবং হলোকস্ট এর ইতিহাস বিক্রি করে খায়। 

ইহুদি নিধন এর যজ্ঞকে কোন সুস্থধারার মানুষই সমর্থন যেমন করবেনা ঠিক তেমনিই ফিলিস্তিনে "হামাস" নিধন এর নাম করে, নিজেদের জাতিকে "রক্ষা"র নাম করে হাজার হাজার মানুষদের, বিশেষ করে শিশু হত্যাকেও সমর্থন করা কোন সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। "হলোকস্ট" একটা হিস্টোরি, আর "ফিলিস্তিন" আমাদের এখনকার বর্তমান!!!! এই অ্যাডভান্সড মর্ডান যুগের বাস্তব বর্তমান, চোখের সামনে হত্যাযজ্ঞ। 

এটা কোন কমপ্লিকেটেড ম্যাটার না যার জন্যে ডিবেট লাগবে, এটা পানির মতন বাস্তব সত্য অন্যায়, জাতি নিধন, জুলুম। আর এটা কোন "মুসলিম" ম্যাটারও নয় যে ফিলিস্তিনের মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে মুসলিম হতে হবে। হলোকস্টের ইতিহাসে, ইহুদিনিধন যজ্ঞের কাহিনীতে, যদি ইহুদি না হয়েও লোম দাঁড়িয়ে যায়, চোখে পানি আসে! তো ফিলিস্তিনিদের জন্যে এই দুমুখো হিপোক্রিট আচরণ কেন?? তার মানে কি দাঁড়ায়? 

এই দ্বিচারিতা কেন? আজকে আমার এক সনাতনধর্মী বান্ধবীর সাথে বলার সময় উঠে আসল, যে এই মসজিদ আক্রমনের ঘটনা যদি কোন প্রখ্যাত হিন্দু টেম্পলে হতো, তবে সোজা সাপ্টা খবরের এবং পৃথিবীর মানুষের কাছে হেডিং হতো  "টেররিস্ট অ্যাটাক" আর যদি ভ্যাটিকানে হতো, তবে তো তৃতীয় যুদ্ধ শুরু হতো। আমাদের ন্যারেটিভ কতটা বায়াস্ট, আমাদের চিন্তাধারা কতটা এককেন্দ্রিক! 

আমাদের সমাজ হিপোক্রেট দিয়ে ভর্তি যারা "প্রগতিবাদীর" নামে আশ্রয় নিয়ে আছে। এরাই সমাজ দূষণের মূল কারণ। এই দ্বিচারিতা চর্চাকারীরাই হচ্ছে, এক চোখা, ওয়ান আই।

সাহর- শাহরিয়ার খান শিহাব

#পাঠপ্রতিক্রিয়া: "বড় হুজুর বলেন, 'শয়তান কাউকে নিজের দলে আসতে বাধ্য করে না। করতে পারেও না, সেই ক্ষমতাও তার নাই। সে শুধু আহবান করে, ফ...