সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

জীবনটা এতো কঠিন না হলেও পারত!

জীবনটা এতোটা কঠিন না হলেও পারত!
তোমার আমার সম্পর্কের বেড়াজালে আজ হাজারো শবের আর্তনাদ! এই ভারী বাতাসে শ্বাস নেয়া যায়না।
তোমার ভালোবাসার বোঝা বয়ে বেড়াবার শক্তিটুকুও আজ নেই। কান্নাগুলোও আজ দেয়ালে বারি খেতে খেতে বাষ্পে ভেসে গিয়েছে, তারা আর জল হয়ে গড়ায় না।
জীবনটা এতো কঠিন না হলেও পারত!


সেই সুদূর কোন এক অতীতে ফেলে আসা, আমার সেই ছোট্ট আদরের ভালোবাসার আগমন,
এক ধারালো ছুরির মতন, মুর্হুতেই চিড়ে দিলো, আমার আস্থায় গড়া এক বন্ধন।

নিজের অনুভূতিগুলো আজ এতোটাই নির্বাক, যে এই দমবন্ধ আর্তনাদ থেকে কোন মুক্তি নেই আমার। মৃুত্যু এত কঠিনও হয়!!
প্রতিনিয়ত জ্বলছি, প্রতিনিয়ত মরছি। কেউ কি দেখছো আমায়!!

আমার এই ক্ষত, এত বিষাক্ত!
পারছিনা ভালোবাসার মানুষগুলোকে বাঁচাতে। এক এক করে শুধু হত্যাই করে চলছি।
রক্তে ভরা হাত আমার,
আমার জীবনটা এত কঠিন না হলেও পারত!







সাহর- শাহরিয়ার খান শিহাব

#পাঠপ্রতিক্রিয়া: "বড় হুজুর বলেন, 'শয়তান কাউকে নিজের দলে আসতে বাধ্য করে না। করতে পারেও না, সেই ক্ষমতাও তার নাই। সে শুধু আহবান করে, ফ...